যাদুকাটা নদীর পাড়কাটায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: ওসি
যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধে প্রতিবাদ কারীরাই পাড় কেটেছে। আব্দুল কাইয়ুম ওরফে হেলু মাষ্টার, খাজা মাইনউদ্দিন এর নেতৃত্বে লাউড়েরগড় এলাকা পাড়া কাটা হয়েছে আর তারা সরাসরি জড়িত আমাদের কাছে তথ্য আছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন।
তিনি আরও বলেন, শুধু তারাই নয় আরও ৬০-৮০ জন জড়িত রয়েছেন। তাদের নাম বললাম না,কারন তদন্ত চলছে জড়িতের আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার বিকেলে উপজেলা বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় ফুটবল খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে যাদুকাটা নদীর পাড় রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট সকলের সাথে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভায় কথাগুলো বলেন।
ওসি দেলোয়ার হোসেন বলেন, আব্দুল কাইয়ুম ওরফে হেলু মাষ্টার, হাসান মাইন উদ্দিন তারাই প্রথমে পাড় কাটা বন্ধে প্রতিবাদ করেছিলো। পরে তারাই প্রতি ফুটে ২০ টাকা নিয়ে পাড় কেটে বালু বিক্রি করেছে।
গত কয়েক দিনে যে বালু লুট করা হয়েছে তারাই করেছে। তারা নদীর পাড়ে আসলেই আটক করা হবে। এছাড়াও যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় না হবে। কাঁদা ছুড়াছুড়ি না করে যার যার অবস্থান থেকে কাজ করলে সকল অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।
এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক,স্থানীয় এলাকাবাসী,পুলিশ বিজিবিসহ গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।