শায়েস্তাগঞ্জে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে রাস্তার প্রবেশমুখ প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ এবং রাস্তা পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৭নং ওয়ার্ডের শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত সমস্যার সমাধানে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বহুবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়েই আমরা আজ মানববন্ধনে নেমেছি।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর উবাহাটা গ্রামের পুরান বাজার সিএন্ডবি রোড হয়ে আকিকুল হোসেন সড়কের প্রবেশমুখ, যা হাজী সামাদ অ্যান্ড সন্স ও রনজিৎ রায় ট্রেডার্সের মাঝামাঝি অংশে অবস্থিত দীর্ঘদিন ধরে সরু ও বেহাল অবস্থায় রয়েছে। এই গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল ও পথচারীদের হাঁটাচলায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বক্তারা আরও বলেন, “রাস্তাটি এতটাই সরু যে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ বড় কোনো যানবাহন প্রবেশ করতে পারে না। এতে জরুরি মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা বা ক্ষতির আশঙ্কা থেকে যায়।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বরাবর লিখিত আবেদন জমা দেন। আবেদন গ্রহণ করে ইউএনও এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী ইউএনওর আশ্বাসে স্বস্তি প্রকাশ করলেও দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।