হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ১নং উত্তর পূর্ব ইউনিয়ন ৩নং ওয়ার্ডে বিএনপির একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর)রাতে দিঘীরপাস্থ খেলু মিয়ার আড়তে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা এবং ধানের শীষ প্রতীকে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডাঃ সাখাওয়াত হাসান জীবন।
সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসাইন,দপ্তর সম্পাদক সাদিক আহমেদ, ইউপি বিএনপি নেতা আনছার মিয়া, কামারুজ্জান কাজল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুর প্রমুখ । স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণও সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড এবং আসন্ন নির্বাচনে প্রস্তুতি বিষয়ক ব্যাপক আলোচনা হয়। ডাঃ সাখাওয়াত হাসান জীবন তাঁর বক্তব্যে নির্বাচনে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের গুরুত্বের ওপর গুরুত্ব দেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি আস্থাশীল মনোভাব বজায় রাখার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি নেতারা জানান, এই ধরনের সভা জনসংযোগ এবং দলের কর্মী ও সমর্থকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
