হবিগঞ্জ বানিয়াচং উপজেলার বিএনপির সভাপতি মুজিবুর রহমান মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এর পদ স্থগিতাদেশ কেন্দ্রীয় বিএনপি থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। সম্প্রতি কিছু দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে কেন্দ্রীয় নির্দেশে তাঁদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
এ খবর জানাজানি হওয়ার পর উপজেলা তৃণমূল বিএনপির কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং দলের ভেতরে ঐক্য ও শৃঙ্খলার পরিবেশ জোরদার হবে।
