বানিয়াচংয়ে আল্লাহকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
হবিগঞ্জের বানিয়াচংয়ে আল্লাহকে কটূক্তি করার অভিযোগে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবিতে তৌহিদি জনতার বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় শহীদ মিনারে মুসল্লিরা জমায়েত হয়ে মিছিল শুরু করেন। এরপর তারা বড় বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বাছিত আজাদ। সভায় বক্তৃতা রাখেন মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা আবদাল হোসেন খান এবং মাওঃ আবদুল জলীল ইউসুফী,শরীফ উদ্দিন ঠাকুর।
বক্তারা বলেন, “আল্লাহকে কটূক্তির দায়ে আবুল সরকার আগেই গ্রেফতার হয়েছে। এখন তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্ম অবমাননার বিরুদ্ধে তৌহিদি জনতা সবসময় ঐক্যবদ্ধ। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
শান্তিপূর্ণভাবে শেষ হওয়া বিক্ষোভ ও পথসভায় হাজারো মানুষ অংশ নেন। প্রশাসন পুরো সময় সতর্ক অবস্থানে ছিল এবং মিছিল নিরাপদভাবে সম্পন্ন হয়।








