বানিয়াচংয়ে ডা. সাখাওয়াত হাসান জীবনের ব্যাপক গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বানিয়াচং উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে শুরু করে ৯নং ওয়ার্ড পর্যন্ত একযোগে গণসংযোগ অব্যাহত রাখেন তিনি। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা ও দাবিদাওয়া শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে ডা. জীবন বলেন, “দীর্ঘদিন ধরে বানিয়াচং–আজমিরীগঞ্জ এলাকার মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সর্বাত্মকভাবে কাজ করব।” তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর রাজনীতির মূল প্রেরণা।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা নিজ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগ চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্থানীয় ভোটাররা জানান, ডা. সাখাওয়াত হাসান জীবন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে রাজনীতি করছেন, যা তাদের মধ্যে আশার সঞ্চার করেছে। তারা ধানের শীষের পক্ষে সমর্থন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন