হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
বুধবার ২৮ জানুয়ারি সকালে বানিয়াচংয়ের কামালখানী হাসান মঞ্জিল প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা. জীবন এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের প্রত্যাশা এবং নির্বাচিত হলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
ডা. জীবন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বানিয়াচং ও আজমিরীগঞ্জকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। বিএনপি জোটের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কৃষকদের জন্য ন্যায্যমূল্যে ফসল বিপণন, সার–বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করা, কৃষি প্রণোদনা ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে পারিবারিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা হবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রাম ও শহরের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকেও অগ্রাধিকার দেওয়া হবে।
ডা. জীবন আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় মসজিদভিত্তিক ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক ভাতা, সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আশ্বাস দেন, বানিয়াচং নাইন মার্ডারের মামলার মতো ঘটনার ক্ষেত্রে নিরাপরাধ ব্যক্তিদের নির্বাচিত হলে জামিন দেওয়ার ব্যবস্থা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন বকুল, উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল জলীল ইউসুফী, সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দীন খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া এবং উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক শেখ বশির আহমদসহ বিএনপি ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক ও স্থানীয় সমস্যা নিয়ে প্রশ্ন উত্থাপন করলে ডা. জীবন সেগুলোর উত্তর দেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।
