বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থীদের সাথে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের মতবিনিময়

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ প্রোগ্রামের শেষ বর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। রোববার (০১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদেরকে বিবিএ পরবর্তী সময় অপচয় না করে এমবিএ বা সমমানের ডিগ্রি নেওয়ার এবং পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার পরামর্শ প্রদান করেন ।

ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন