ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক।
তিনি বলেন, বিএনপি ক্ষমতা গেলে তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের পাশা পাশি নারীর ক্ষমতায়, কৃষকদের উন্নয়ন করাসহ এক কোটি বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
তিনি শনিবার (১ নভেম্বর) বিকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য কথাগুলো বলেন।
আনিসুল হক বলেন, বিএনপি জনগনের দল, কোনো ষড়যন্ত্রই বিএনপিকে নিয়ে করা হউক না কে তা বিফলে যাবে। নির্বাচন নিয়ে যতই তালবাহানা করোই একটি দল কোনো কাজ হবে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর জনগনের চাওয়া অনুয়ায়ী ব্যালটের মাধ্যমেই তারা তাদের প্রিয় দল আর প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে।
প্রধান অতিথির বক্তব্য কৃষক দল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামত করে চলবে। কোন বৈষম্য রাখবেন না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মাটিকাটা ৪নং ওয়ার্ডের সাবেক সহ সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন। উঠান বৈঠক কে কেন্দ্র করে নেতাকর্মী ও নারী নেত্রী ও সমর্থকগন মিছিল নিয়ে বৈঠকে অংশ গ্রহণ করে।
