বিজিবি’র অভিযানে ভারতীয় জিরা, ঔষধ ও কসমেটিকস জব্দ

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ৭৪ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় জিরা, কসমেটিকস ও বিভিন্ন প্রকার নিষিদ্ধ ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মোট সিজার মূল্য ধরা হয়েছে ৭৪ লাখ ১ হাজার ৪৫০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৩ নভেম্বর ভোর ৪টা ১০ মিনিটে ৫৫ বিজিবির বিশেষ টহল দল সাতছড়ি–তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক ট্রাককে থামিয়ে তল্লাশি চালিয়ে ৩৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করে বিজিবি।

এর আগে শনিবার ২২ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে সাতছড়ি–চুনারুঘাট রোডে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশন—VULCAN, DUVADILAN ও ADRENOR—জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৩৮ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা।

অভিযান বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন,“বিজিবি সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। এসব অভিযান দেশের অর্থনীতি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”তিনি আরও জানান, জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন