বড়লেখায় ১১ দলীয় নির্বাচনী জোটের জনশক্তি সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে ১১ দলীয় নির্বাচনী জোটের জনশক্তি সমাবেশ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম বড়লেখায় ১১ দলীয় নির্বাচনী জোটের উদ্যোগে এ জনশক্তি সমাবেশ অনুষ্টিত হয়। অয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ দলীয় নির্বাচনী জোটের উপজেলার আহবায়ক ও খেলাফত মজলিশ উপজেলা সভাপতি কাজী এনামুল হক।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামির উপজেলা নায়াবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ স্বপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী জোট মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামির জেলা নায়াবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়াবে আমীর ও ১১ দলীয় নির্বাচনী জোটের সদস্য সচিব ফয়সাল আহমদ, জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর এমাদুল ইসলাম, খেলাফত মজলিশের উপজেলা সহ সভাপতি লুৎফুর রহমান, ছাত্রশিবির কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক শরীফ মাহমুদ, জামায়াতে ইসলামি উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, এনসিপির সাবেক জেলা আহবায়ক ও জোটের যুগ্ন আহবায়ক তামিম আহমদ, খেলাফত মজলিশের উপজেলা সহ সাধারণ সম্পাদক মো:খাইরুল ইসলাম, ছাত্রশিবির মোলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, ছাত্রশিবির সাবেক উপজেলা সভাপতি খিজির আহমদ, সমাজসেবক সাইদুল ইসলাম।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, খেলাফত মজলিশ আরব আমিরাত শাখার সহ সভাপতি আলহাজ্ব শামীম আহমদ, ছাত্রশিবির জেলা সেক্রেটারি মহসিন আহমদ, যুবশক্তি (এনসিপি’র) জেলা যুগ্ন আহবায়ক ইসলামি যুব মজলিশ উপজেলা সভাপতি মাও আবুল হাসান হাদী, খেলাফত মজলিশ তালিমপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আব্দুর রহমান এবাদ প্রমুখ।

জনশক্তি সমাবেশ শেষে পৌরশহরে মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রচার মিছিলটি নির্বাচনী প্রধান কার্যালয় থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াত ইসলামির উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। এতে ১১ দলীয় নির্বাচনী জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন