বড়লেখায় আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫ টায় তালিমপুর ইউনিয়নের কানুনগো বাজারে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
কানুনগো বাজার বনিক সমিতির সাবেক উপদেষ্টা গীতেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও বনিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও তালিমপুর ইউনিয়ন নিকাহ রেজিস্টার কাজি মাওলানা রুহুল আমিন, ইউপি সদস্য এনামুল হক, সঞ্জিব দাস, ছালেহ আহমদ, বনিক সমিতির দপ্তর সম্পাদক ফাহিম আহমদ প্রমূখ।
সভায় ওসি মাহবুবর রহমান মোল্লা বলেন, পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধি লক্ষ্যে আমাদের এই আয়োজন। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য ও সহযোগিতার দ্রুত পাওয়ার জন্য বিট পুলিশিং এর সাহায্য নেয়ার জন্য আহবান করেন এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।
এসময় ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এস.আই আন্দুর রহিম, এ.এস.আই আব্দুল হালিম সিকদার, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজি বাবুল আহমদ, নাজমুল হুদা, বিলাল উদ্দিন, বুরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।








