বড়লেখায় নিসচা’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ছাগল উপহার
জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল চারটি পরিবারের মাঝে উপহারস্বরূপ ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ২ টায় বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানবিক এ কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।
নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান এবং প্রকাশনা সম্পাদক আশফাক আহমদের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম। শোক প্রস্তাব উপস্থাপন করেন দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, আঞ্জুমানে আল ইসলাহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ জুয়েল, জমিয়তে উলামায়ে বড়লেখা’র ছাত্রকল্যাণ সম্পাদক মুফতি হাসান আহমেদ, মৌলভীবাজার জেলা চেম্বার অব কমার্সের সদস্য আব্দুস সামাদ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি খলিলুর রহমান, নিসচা পৃষ্ঠপোষক তারেক আহমদ ও নাজিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, কার্যকরী সদস্য মাছুম আহমদ ছুনু, সাব্বির আহমদ আবির, জাহাঙ্গীর আলম, রাহেল আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোই নিসচার মানবিক অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার পরিবর্তে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের হাতে ছাগল দেওয়া নিসচার ব্যতিক্রমী উদ্যোগ, যা সমাজে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে।”
অনুষ্ঠান শেষে সম্প্রতি সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনজন হিফয শিক্ষার্থীকে মহাগ্রন্থ আল-কোরআন প্রদান করা হয়।
অনুষ্ঠানে শেষে সড়ক আন্দোলনের পথিকৃৎ, নিসচা প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা ও নিহতের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।








