বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই কোরআনের আইন কায়েম করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
শনিবার বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রিড়ানকদের হাতে ইসলামী আন্দোলনের নেতারা নিগৃহীত হয়েছেন। তাদের কারাবরণ করতে হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে। কিন্তু তারা অন্যায়-জুলুমের সামনে মাথা নত করেননি।
তিনি বলেন, এখন যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতারিত হয়েছে। বাংলাদেশবিরোধী আধিপত্যবাদী শক্তি, তারা আবার বাংলাদেশের নতুন একটি দলের ঘাড়ে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদকে আমরা তাড়িয়েছি তাকে আর এদেশের মাটিতে ফিরতে দেব না।
