সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সৈয়দেরগাঁও ইউনিয়নের দশঘর (পশ্চিমপাড়া) গ্রামে দুর্বৃত্তদের আগুনে এক কৃষকের খড়ের ঘর ও খড় পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় খড় ও খড়ের ঘর আগুনে পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম আব্দুল জাহির(৫৫)। তিনি দশঘর গ্রামের মৃত হাজী আব্দুল জলিলের পুত্র।
ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসীরা জানান, শীতের রাতে গ্রামের মানুষ সাধারণত আগে ভাগেই ঘুমিয়ে পড়েন এবং নিজ নিজ বসত ঘরে অবস্থান করেন। এই সুযোগ কাজে লাগিয়েই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খড়ের ঘরে আগুন দিয়েছে।
ভুক্তভোগী কৃষক দশঘর গ্রামের আব্দুল জাহির জানান, এবছর গভাদিপশু পালনের জন্য খড়ের ঘরে খড় ভর্তি করে রাখা হয়েছে। উক্ত খড় আগুনে পুড়ে প্রায় ঘর সহ দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২/৩ বছর ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আমার খড়ের ঘরে আগুন দিয়ে আমাকে প্রতি বছরই ক্ষতিগ্রস্থ করে আসছে।
জানা যায়, গতবুধবার (১৪ জানুয়ারী) রাত সাড়ে ৮ টাকার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কৃষক আব্দুল জাহিরের বসত ঘরের পূর্ব পার্শ্বে খড়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। হঠাৎ আগুনে পোড়ার গন্ধে আশপাশ হইতে লোকজন এসে দেখেন খড়ে ও খড়ের ঘরে আগুন জ্বলছে। এসময় শোর চিৎকারে আশপাশের লোকজন এতে আগুন নিভাতে সক্ষম হন। তবে অজ্ঞাতনামা দুর্বৃত্তকে সনাক্ত করা সম্ভব হয় নাই।
খবর পেয়ে ছাতক থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক(এসআই) সারওয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত সাড়ে ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অজ্ঞাতনামা দুর্বৃত্তকে সনাক্তের চেষ্টা চলছে।
