সিলেটে ছাতক দোয়ারা ফোরামের উদ্যোগে বৃহস্পিবার ব্যতিক্রমধর্মী নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সেখােনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, তরুণ প্রজন্ম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনার মূল বিষয় ছিল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং জনগণের ভোটাধিকারের গুরুত্ব।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা-৫ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট রেজাউল করিম (সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য), ডাক্তার আবদুল কুদ্দুস (দোয়ারাবাজার উপজেলা সাবেক চেয়ারম্যান), লুৎফুর রহমান হুমাইদি (প্রিন্সিপাল, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা), শাহিন আহমদ (সিলেট মহানগর সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির), ডাক্তার হারুনুর রশিদ (বাংলাদেশ জামায়াত ইসলামের দোয়ারাবাজার উপজেলা আমীর), অ্যাডভোকেট শফিকুর রহমান (ফোরামের সহসভাপতি), নাজমুল হোসাইন (ফোরামের সংগঠনিক সম্পাদক), ইঞ্জিনিয়ার জাফর (ফোরামের সহ সাধারণ সম্পাদক), একলাছুর রহমান আবেদ (প্রচার সম্পাদক), এস এমজিতু মুন্না (গ্রামের ফোরামের দপ্তর সম্পাদক), ইব্রাহিম খলিল (মানবসেবা সম্পাদক), এবং আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্র টিকে থাকতে হলে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই হবে। অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতামত দেন।
ছাতক দোয়ারা ফোরামের এই উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের সংলাপ জনগণ ও নেতাদের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করবে। অনুষ্ঠানের শেষে বক্তারা ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সংলাপের মাধ্যমে শুধুমাত্র মতবিনিময় নয়, বরং একটি গণতান্ত্রিক চর্চার মঞ্চ তৈরি হয়েছে, যা আগামী দিনে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং উন্নয়নমুখী রাজনীতির পথ প্রশস্ত করবে বলে আশা করা যাচ্ছে।
