অধ্যাপক আব্দুল হান্নান
দেশে আর কোন স্বৈরাচারের জন্ম হতে দেবেনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তন একমাত্র জামায়াতে ইসলামীর মাধ্যমে সম্ভব। তাই আগামী নির্বাচনে আপনারা সবাই ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যদি জামায়াতকে বসান, তাহলে আপনারা দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত সুন্দর ও কল্যাণমুলক রাষ্ট্র দেখতে পাবেন। তিনি আরো বলেন, সৎ ও ন্যায়পরায়ন লোক রাষ্ট্র ক্ষমতায় না থাকার কারণে দেশে অপরাধ ও স্বৈরাচারের জন্ম হয়েছে কিন্তু এবার দেশের মানুষ জেগেছে,তারা নতুন করে আর কোন স্বৈরাচারের জন্ম হতে দেবেনা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্থানীয় ইসলাম মার্কেটের সম্মুখে এক নির্বাচনী সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান কথাগুলো বলেন।

স্থানীয় মুরব্বি ও ব্যাবসায়ী নুর মিয়ার সভাপতিত্বে ও আশিকুর রহমান দুলালের পরিচালনায় উক্ত নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলার সভাপতি এমদাদুর রহমান, ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ, ওসমানীনগর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকানদার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি সাফির আহমদ।

আরো বক্তব্য রাখেন,আব্দুল মুমিন, আব্দুল কাইয়ুম, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমির জাহেদ আহমদ,আসাদ আহমদ, লয়লুছ মিয়া, রনক মিয়া।

উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে একি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নটপুর গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে আরো একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন