অধ্যাপক আব্দুল হান্নান
দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে দূর্নীতি নির্মূল করতে হবে

সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, এ দেশকে উন্নতির শিখড়ে নিয়ে যেতে হলে আগে দূর্ণীতি নির্মূল করতে হবে। আর এ সব দুর করতে পারে একমাত্র জামায়াত।আমরা অতিতে যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখছি তারা কেবল জাতিকে উন্নয়নের নামে ঠকিয়েছে।এবার দেশবাসী জেগেছে ইনসাফের সমাজ গড়তে। সৎ ও ন্যায়পরায়ণ লোকদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে। তিনি আরো বলেন,দাঁড়িপাল্লার অবস্থান ভাল দেখে একটি গোষ্ঠী নানা অপপ্রচারে ব্যস্ত রয়েছে।তাদের এ অপপ্রচারের জবাব আপনারা ভোটের মাধ্যমে দিয়ে প্রমান করুন মিথ্যা কখনো বিজয়ী হতে পারেনা।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে বিশ্বনাথের দশঘর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের দশঘর গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

গ্রামের প্রবীন মুরব্বি আব্দুছ ছোবহানের সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল বশরের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন,দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম।

আরো বক্তব্য রাখেন, উপজেলা শিবির নেতা ইয়াহিয়া আহমদ,দশঘর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ডাঃ মনির উদ্দিন,ইউনিয়ন উলামা বিভাগের সেক্রেটারি হাফিজ গোলাম কিবরিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদুল আযম, সাইলাছ মিয়া, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি নুরুল গণি।

উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল হামিদ, আনোয়ার মিয়া, সিরাজ মিয়া, আব্দুর রহিম, ফারুক মিয়া, বাচ্ছু মিয়া, নোমান আহমদ, জাবের আহমদসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন