সোসিয়াল ক্লাব কভেন্ট্রি ইউকে’র ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০১৭, ৪:৩১ অপরাহ্ণ
বাংলাদেশ সোসিয়াল ক্লাব কভেন্ট্রি ইউকে’র উদ্যোগে শুক্রবার দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাও ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ সোসিয়াল ক্লাব কভেন্ট্রি ইউকে’র সভাপতি মেহরাব উদ্দিনের পিতা বিশিষ্ট মুরব্বী আনা মিয়ার সভাপতিত্বে ও ইমতিয়াজ আহমদ জগলুর পরিচালনায় ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ারিট ইউনির্ভাসিটি ইউকের প্রফেসর ড. শায়ফুল ইসলাম, মাও. ইসহাক আল মাদানী, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাও. হাবিবুর রহমান, সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ১নং মোল্লারগাও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মখন মিয়া, ২০নং ওয়ার্ড কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তাজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা ছাত্রদলের সাবেক সভাপতি কোহিনূর আহমেদ, যুবদল নেতা বখতিয়ার আহমেদ ইমরান। এছাড়াও সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নেতৃবৃন্দ, ক্ল্যমন সুরমা ক্রিকেট একাডেমির খেলোয়াড়বৃন্দ ও এলাকার মুরব্বিয়ানগণ উপস্থিত ছিলেন।