পার্কভিউ হাসপাতালে বিনামূল্যে যক্ষা রোগীদের চিকিৎসা
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০১৭, ৪:৪০ অপরাহ্ণ
নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে এখন থেকে যক্ষা রোগীদেরকে বিনামূল্যে যক্ষা সংক্রান্ত সেবা দেয়া হবে। রোগীদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র, ডটস কর্নার চালু করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর মহাসচিব ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী (দুলাল) শনিবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কর্নারের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সচেতনতা ও উপযুক্ত চিকিৎসা গ্রহণের মাধ্যমে আমরা যক্ষা রোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা: মো: ইসমাঈল ফারুক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়।
উল্লেখ্য ডটস কর্নারের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীণ ২, ১২, ১৩ ও ১৪ নং ওয়ার্ডের যক্ষ্মা আক্রান্ত রোগীরা বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন। একই সাথে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে আগত ও ভর্তিকৃত রোগীরাও বিনামূল্যে যক্ষ্মা সংক্রান্ত সেবা লাভ করতে পারবেন।