বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে নগরীতে র্যালী
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০১৭, ৪:০৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এবং অর্থোপেডিক বেভাগের সহযোগিতায় আজ রোববার হাসপাতাল ক্যাম্পাস থেকে নগরীতে একটি র্যালী বের করা হয়। দ্যা গ্লেনকো ফাউন্ডেশন এরটি প্রজেক্ট ওর্য়াক ফর লাইফ উদ্যোগে ২০১০ সাল থেকে ওসমানী হাসপাতালে সম্পুর্ণ বিনা মূল্যে শিশুদের ক্লাবফুট (মুগুর পা)’র চিকিৎসা করা হচ্ছে এবং দিনটি পালন করে আসছে। সকাল ১০ টায় হাসপাতালের পরিচালক ব্রিঃজেঃ একে মাহবুবুল হক এর নেতৃত্বে র্যালিটি বের করা হয়।ফিজিও থেরাপিস্ট মারুফ আহমদের পরিচালনা অনুষ্ঠিত র্যালীতে হাসপাতালের ডাঃ, নার্স, ও কর্মকর্তা কর্মচারীগন অংশ গ্রহন করেন। র্যালীশেষে ক্লাবফুট শিশুদেও মাঝে খেলনা সামগ্রী উপহার দেয়া হয়। উল্লোখ্য: ৩ জুন প্রচন্ড রৃষ্টি থাকায় আজ রোববার সিলেটে দিনটি পালন করা হয়। এবং হাসপাতালের নিচতলায় ক্লাবফুট কার্যালয়ে প্রতিদিনই ক্লাবফুট (মুগুর পা) আক্রান্ত শিশুদেও চিকিৎসা ও চিকিৎসা সামগ্রী বিনামূল্যে দেয়া হয়।