সরকার কৃষিখাতকে অগ্রাধিকার দিচ্ছে: মাহমুদ উস-সামাদ
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০১৭, ৪:০১ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, সরকারের মূল লক্ষ্য কৃষিখাতে উন্নয়ন সাধন। ইতিমধ্যে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। দেশের কৃষকদের কৃষিখাতে উৎসাহিত করতে এবারও জাতীয় বাজেটে কৃষিখাতকে ভূর্তুকিসহ বিভিন্নভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের এই সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় এনে দেশকে খাদ্যে স্বর্য়সম্পূর্ণ রাখতে কৃষকের প্রতি আহবান জানান।
এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার কৃষকদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের নগদ টাকা বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আজিজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা থানার ওসি শাহ হারুন অর রশিদ, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সেলিম আহমদ মেম্বার। উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, প্রাবাসী এমরান সিকদার, আওয়ামীলীগ নেতা এডভোকেট মুহিত হোসেন, আহমেদ হোসেন খোকন, কামাল আহমদ (মেম্বার), জবরুল ইসলাম জগলু (মেম্বার), আইয়ূব হোসেন (মেম্বার) প্রমুখ।