নদী পরিব্রাজক দল সিলেটের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

দৈনিক সিলেট ডট কম
বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ সামনে রেখে আজ বিশ্ব পরিবেশ দিবস-২০১৭ উপলক্ষ্যে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, সিলেটের উদ্যোগে ‘নদী ও পরিবেশ ভাবনাঃ প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল ৫জুন সোমবার দুপুর ২টায় সিলেটের সার্কিট হাউসের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নদী পরিব্রাজক দলের সভাপতি মোঃ আদিল হোসেনের সভাপতিত্বে ও শাহ মোঃ লোকমান আলীর পরিচলনায় উপস্থিত ছিলেন, ড্রীম সিলেটের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ সেপুল, এপেক্সিয়ান আহমেদ জাকারিয়া, নাজমূল হুদা, নদী পরিব্রাজক দলের সহ সভাপতি মোঃ সাহেদুর রহমান, সাংগঠনিক একে আজাদ ফাহিম, এম বাবর লস্কর, ফুরকান তালুকদার, নদী পরিব্রাজক দল তোরাগ শাখার সভাপতি মো. বিপ্লব তালুকদার প্রমুখ।