হতদরিদ্র ব্যক্তিকে সিসিক ঠিকাদারের ভ্যান গাড়ি প্রদান

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও সিসিকে’র ঠিকাদার সোয়েব আহমদের উদ্যোগে ১০নং ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা হতদরিদ্র আব্দুল গণিকে একটি ভ্যান গাড়ি প্রদান করা হয়।
ভ্যান গাড়ি প্রদান উপলক্ষে গত ৫ জুন সোমবার রাতে স্থানীয় কাউন্সিলরের বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ও ২য় প্যানেল মেয়র এডভোকেট ছালেহ আহমদ চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুুরব্বি সাবেক মেম্বার আব্দুল মতিন, সমাজসেবী আবুল কালাম আজাদ, সাংবাদিক মো. আলমগীর আলম, আনসার আহমদ, নাসির উদ্দিন রব, আব্দুর রাকিব মিয়া, আব্দুর রকিব মিনু, উসমান মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি