সৈয়দপুর যুব পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৭, ১০:৩৪ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মাহে রামাদ্বান সঠিকভাবে পালনের মাধ্যমে আমাদের আত্মা পবিত্র হয়। উত্তম কাজের প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হয়। সমাজ ও দেশের কল্যাণের জন্য নিজেদেরকে নিবেদিত করতে রমজান থেকে শিক্ষা নিতে হবে। মানুষের কল্যাণ সাধনের শিক্ষা পাওয়া যায় রমজানকে সঠিকভাবে পালনের মাধ্যমেই। তাই মানবসেবাকে নিজেদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করতে হবে। সৈয়দপুর যুব পরিষদ, সিলেট-এর উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে পরিষদের সভাপতি মির্জা আবুল হায়াতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লে. কর্নেল (অব) সৈয়দ আলী আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কায়েস লোদী, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিকন্দর আলী, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাজিক মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ফজলুর রহমান। সৈয়দ মুহাদ্দিস আহমদ ও রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ একরামুল হক, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সিলেট ‘ল’ কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদ, এপিপি সৈয়দ শামীম আহমদ, দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির মিয়া, শাহ কামাল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, এডভোকেট সৈয়দ সাদেকুজ্জামান, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফিজ সৈয়দ শামীম আহমদ, মাওলানা মোসাদ্দিক আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, এডভোকেট সৈয়দ মাসুদ আহমদ, সৈয়দ এহসান আহমদ, সৈয়দপুরের ৩নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ জাহেদ মিয়া, ৪নং ওয়ার্ডের সৈয়দ লিলু মিয়া, ২নং ওয়ার্ডের সৈয়দ এমদাদ হোসেন, সৈয়দ আলী হায়দার, লুৎফুর রহমান, সৈয়দ আকবর আলী, ডা. সৈয়দ শহিদুল ইসলাম, ডা. নাফি মাহদী, সৈয়দ মুসব্বির আহমদ, সৈয়দ সেফুল আমিন, সৈয়দ আব্দুল হাফিজ, সৈয়দ সুরুফ মিয়া, সৈয়দ নুর আহমদ, কাজী সৈয়দ জুনেদুর রহমান, মো. স্বাধীন কোরেশী, আ ফ ম কামাল, সৈয়দ হিলাল, মারুফ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ মসরুর এবং মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক সৈয়দ একরামুল হক। কার্যকরী পরিষদের মধ্যে উপস্থিত ছিলন সৈয়দ শফিকুল ইসলাম, মো. মিজান কোরেশী, মো. আবু তারেক, সৈয়দ রাকিব আহমদ, সৈয়দ কাওসার উল হাসান, সৈয়দ সাকির আহমদ, মো. আমিরুল হক, সৈয়দ মাহফুজ আহমদ, সৈয়দ দিদার আহমদ, জাবির আহমদ, সৈয়দ হাফিজুর রহমান, সৈয়দ মুরাদ আহমদ, সৈয়দ আমিন হক, হাফিজ সৈয়দ আলমগীর আহমদ, সৈয়দ সাকাল আহমদ।