মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৭, ১১:৫২ অপরাহ্ণ
সিলেটস্থ মৌলভীবাজারবাসির প্রানের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার সিলেট নগরীর মানিকপীর রোডস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুস্তম খানের পরিচালনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন ঝেরঝেরিপাড়া মদ্রাসার সচিব মাওলানা হারুনুর রশিদ আল আজাদ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সমিতির আজীবন সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী, সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্ঠা সদস্য প্রফেসর ডা. আজিজুর রহমান, জামিল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল খালিক, উপদেষ্ঠা সদস্য সাদ ওবায়দুল লতিফ, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সমিতির কার্যকরি কমিটির সহ-সভাপতি হাজী এম্ এ মতিন, সৈয়দ আশরাফুর রহমান, সিনিয়র সদস্য কমরেড সিকান্দর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, আহমদ মাহবুব ফেরদৌস, অর্থ সম্পাদক আলীম উদ্দিন মান্নান, সাংগঠনিক সম্পাদক অরুপ শ্যাম বাপ্পী, সমাজকল্যাণ সম্পাদক নূরুল হক সুহেল, ক্রীড়া সম্পাদক মো. বদরুল হোসেন খাঁন কামরান, দপ্তর সম্পাদক সিদ্দিকী আফজাল জালাল, প্রচার সম্পাদক ইকবাল হোসেন ছমর, মহিলা সম্পাদিকা ফেরদৌসি বেগম এ্যানি, কার্যকরি সদস্য সৈয়দ মহসিন হোসেন, মো. মফিক আলী ।
এছাড়াও উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট’র উপ-পরিচালক প্রফেসর হারুনুর রশীদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গৌছুল হোসেন, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন, ইঞ্জিনিয়ার আইয়ূব আলী, ইঞ্জিনিয়ার শামসুল আলম, ইঞ্জিনিয়ার আব্দুল কাদির প্রমুখ।