সমাজের অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব: আরিফ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমাজের অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাই তাদের মুখে হাসি ফুটাতে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে।
সিলেটভিত্তিক লায়ন্স ক্লাবের উদ্যোগে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল- এর শত বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্র্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শতবছর উদযাপন কমিটির সমন্বয়কারী লায়ন হারুনুর রশীদ দিপুর সভাপতিত্বে গতকাল বুধবার রাজবাড়ীস্থ রায়নগর সরকারী শিশু সদনে এই ৫০ বছর পূর্তি উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবী লায়ন সেজোয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানারা বেগম।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ক্লাবের সাবেক গভর্নর ডা. আজিজুর রহমান, লায়ন চন্দন সাহা, লায়ন গৌতম লাল দত্ত, ইঞ্জিনিয়ার লায়ন মো. আবু তাহের, লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন ডা. শাহজাহান, লায়ন শামসুল আলম খান, লায়ন ওয়াহিদুজ্জামান ভুট্টো, লায়ন এডভোকেট গংগেশ দাশ, লায়ন কাজী মুকিত, লায়ন মাসুম আহমদ, লায়ন মেহেদী কাবুল, লায়ন হুমায়ুন কবির, লায়ন আসাদ আহমদ, লায়ন আসাদুল হক, লায়ন আসাদুল হক, লায়ন হাজী আব্দুর রউফ, লায়ন ফয়েজ আহমদ, লায়ন ডা. খসরু আহমদ, এমরান, মামুন, মুহিত, আওয়ামীলীগ নেতা জাবেদ সিরাজ, রায়নগর শিশু সদনের উপ তত্ত্বাবধায়ক জাহানারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন লায়ন ডা. আজিজুর রহমান। এছাড়া লায়ন্স ক্লাবের ১০০বছর পূর্তিতে কেক কাটেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধরী। এ উপলক্ষে শিশু সদনের শতাধিক ছাত্রীকে ওড়না প্রদান করা হয়।