গাছবাড়ীতে ঘনঘন লোডশেডিং এর প্রতিবাদে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০১৭, ১১:০০ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে ঘনঘন লোডশেডিং, পবিত্র মাহে রামাদ্বানে ইফতার, তারাবীহ ও সেহরীর সময় লোডশেডিং বন্ধের দাবীতে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইমাদাদুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সমিতির দরবস্ত অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয় গাছবাড়ী অঞ্চলে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং জনজীবনকে অতিষ্ট করে তুলেছে। পবিত্র মাহে রামাদ্বানে ইফতার, তারাবীহ ও সেহরীর সময় বিদ্যুতের লোডশেডিং অবিলম্বে বন্ধের দাবী জানানো হয়। স্মারকলিপিতে গাছবাড়ী অঞ্চলের প্রায় ১ হাজার মানুষের গণস্বাক্ষরিত গ্রহণ করেন জিএম প্রকৌশলী ইমদাদুল ইসলাম যথাযথ ব্যবস্থা প্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তাওহীদুল ইসলাম, সাংবাদিক জসিম উদ্দিন, শাবিপ্রবির শিক্ষার্থী মহি উদ্দিন জাবের, জুবায়ের আহমদ জুবের, গাছবাড়ী ডিগ্রী কলেজ শিক্ষার্থী সাইদুর রহমান নাবিল প্রমুখ। এ সময় কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গাছবাড়ীতে ঘনঘন লোডশেডিং এর প্রতিবাদে গাছবাড়ী সচেতন যুব সমাজ এর উদ্যোগে গত ২ জুন বাদ জুমা গাছবাড়ী বাজারে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়।