ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের ব্যাতিক্রমি আয়োজন
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০১৭, ১১:০৮ অপরাহ্ণ
ইচ্ছাপূরণ সামাজিক সংগঠন এর পক্ষ থেকে সিলেটে এক ব্যাতিক্রমি ভ্রাম্যমাণ ইফতার বিতরণ করা হয়। বুধবার সিলেট নগরীর মদিনা মার্কেট, আখালিয়া, জিন্দাবাজার, সুবিদবাজার, আম্বরখানা, চৌহাট্টা, হুমায়ুন চত্তর, জিন্দাবাজার, বন্দরবাজার, উপশহর, লামা বাজার, রিকাবিবাজার, তালতলা, ক্বীন ব্রীজের মুখ, শেখ ঘাট ও জিতুমিয়ার পয়েন্টে এ ইফতার বিতরণ করা হয়। পি.ডি.বি পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইফতার বিতরণ শেষে ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের সদস্য সহ বিভিন সামাজিক সংগঠন থেকে আগত সদস্যদের নিয়ে কাজির বাজার ব্রীজের ফুটপাতে বসে ইফতার করেন। সিলেটে এই প্রথম বিভিন্ন পয়েন্টে প্রায় ৩০০ প্যাকেট অসহায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করে এ সংগঠনটি। ইফতারে বিশেষ সহযোগিতা করেন, সংগঠনের সদস্য এলাহী ইমরান।
এসময় বিভিন্ন সংগঠন থেকে আসা অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এম এ মান্না, মাহবুব খান, পরাগ মিয়াজী, মোঃ জামাল, মোঃ বদরুল আলম, জুনেদ আহমদ, নাসির উদ্দিন, ফরহাদ রানা।
ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের হয়ে উপস্থিত ছিলেন, সভাপতি রেশমা জান্নাতুল রুমা, সদস্য মিজানুর রহমান, আবুল হাসান, পাপিয়া আক্তার, খুর্শেদ আলম, জাহিদুল ইসলাম, মামুন আহমদ, অকেয়া হক জেবু, আব্দুস সামাদ অপু, আফজল আহমদ, লায়েক আহমদ, মোহাম্মদ আজিজুর রহমান, জান্নাতুল রিনা, অয়েস আহমদ, মোঃ আতিকুর রহমান, চিরঞ্জন দাস পায়েল, রিপা রানী দাস, রেজাউল আহমেদ, জালাল আহমদ, মতিউর মুন্না, আহমেদ সায়েল, মাসুদ আহমেদ, আবু সুফিয়ান, রাসেল মিয়া, স্বেচ্ছাসেবক মুহিবুর রহমান সোয়েব, ফয়সল আহমেদ, সায়েদা আক্তার, মনি আক্তার, মোস্তাক আহমদ, কামরান আহমদ, আব্দুল আলীম, মিন্নাত প্রমুখ।