মানব কল্যাণে চাঁদপুর কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে: ডিআইজি
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০১৭, ১১:২১ অপরাহ্ণ
সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএস বলেছেন, পবিত্র রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এ মাস তাকওয়া অর্জনের মাস। রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। তিনি বলেন, চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট দুস্থ মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সমিতির সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
তিনি বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়ার পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ সাজ্জাদ হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. এস.এম সাইফুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবুল হাসেম চৌধুরী, এন.এস.আই সিলেট বিভাগের উপ-পরিচালক জিয়াউল কাদের, ডাঃ শাহ এমরান, শাবিপ্রবির প্রফেসর তৌফিক মাহমুদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, দাতা সদস্য মোঃ কামাল হোসেন ভুইয়া, ডাঃ মঞ্জুর আহমেদ সজীব, বি-বাড়িয়া সমিতির সভাপতি হাজী এম.এ আউয়াল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকগাজী মোঃ জহিরুল ইসলাম, উপদেষ্টা আব্দুল কাদির মোজাহিদ, বি.এস সাজ্জাদ হোসেন, এক্সিম ব্যাংকের এবিবি আবু আজাদ মুহিবুল ফিরোজ। বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিন তালুকদার, সহ সভাপতি আবু তাহের খান, সাংগঠনিক সম্পাদক বিনয় রায়, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটুয়ারী প্রমুখ। এছাড়া সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও বর্তমান সহ সভাপতির আমান উল্লাহ’র সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কমান করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মোঃ শাহ আলম। বিজ্ঞপ্তি