লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: লিডিং ইউনিভার্সিটির কালাচারাল ক্লাবের উদ্যোগে গত ৪ এবং ৫ জুন ২০১৭ তারিখে ইসলামিক প্রতিযোগিতা -১৪৩৮ হিজরী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৭ জুন ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস.এম. আলী আক্কাস। প্রতিযোগিতার বিচারক হিসেবে চিলেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: আমিনূল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ফজলে এলাহি মামুন, মো: জিয়াউর রহমান ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো: সাজেদুল ইসলাম সরকার। ইসলামিক হামদ-নাথ নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।