সিলেট ষ্টেশন ক্লাব-এর ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৭, ১১:২৮ অপরাহ্ণ
সিলেট ষ্টেশন ক্লাব সভ্যবৃন্দের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার সিলেট ষ্টেশন ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাবের পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট এডভোকেট নুরুলদ্দীন আহমদের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমদ মোশাননা, ব্যবস্থাপনা বিভাগের সদস্য এনায়েত আহমদ, জুম্মা আব্বাস রাজু, প্রধান উপদেষ্টা পরিষদের আহবায়ক মুমিনুল হক চৌধুরী, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা , সাবেক প্রেসিডেন্ট সদর উদ্দিন আহমদ, মাহবুব আহমদ চৌধুরী।
এডভোকেট মোশাহিদ আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে সভ্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের শামীম, শামুন মাহমুদ চৌধুরী, জামাল ইয়াকুব, ডা. রণদ্বীপ লাল দাশ, ই ইউ শহীদুল ইসলাম, বাহার খন্দকার, আলা বক্স রূপন, আইয়ুব আলী, বশির আহমেদ, গৌতম চক্রবর্তী, এডভোকেট মফুর আলী, আকলাকুর রহমান সেলিম, জুলফিকার আহমদ জুয়েল, ফেরদৌস আহমদ চৌধুরী, ডা: মুসাদ্দেক, সুপর্ণ দেব, ব্যারিস্টার মুস্তাকিম রেজা, আহমেদ নুর, সিরাজুল আহমদ চৌধুরী, মো. আতাউর রহমান, নাজির আহমদ, জামাল ইয়াকুব, ডা: আরিফ আহমদ, মমতাজ রিফা, মকসুদ বখত, ফারুখ সিদ্দিকী, তারেক আবু তাহের, বিশু দেব, আতিকুর রহমান, মনছুর আহমেদ আজাদ, সুদীপ সেন বাপ্পু, তুহিন কুমার দাস মিকন, কামরুল ইসলাম টিপু, চৌধুরী আতাউর রহমান আজাদ প্রমুখ।