ইস্কন সিলেটে জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন

দৈনিক সিলেট ডট কম
ইস্কন সিলেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মত এবারো জগন্নাথের স্নানযাত্রা উদযাপন করেছে ইস্কন সিলেট।
নাটমন্দিরের সংলগ্ন মঞ্চে জগন্নাথ, বলদেব, শুভ্রদা বিগ্রহকে গঙ্গাজল আর পাঁচ মন দুধ ও বিভিন্ন ফলের জুস দিয়ে স্নান করানো হল।
শুক্রবার সকালে চড়া রোদ আর গরমকে উপেক্ষা করে ¯স্নাননযাত্রা অংশগ্রহন করতে প্রায় পাঁচসহ¯্রাদিক মানুষের ভিড় হয়।
ইস্কন বাংলাদেশের সহ-সভাপতি ও ইস্কন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী জানান, অন্যান্য বছরের মত এবারও মহাড়ম্বরে ¯œানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অন্য বছরের তুলনায় এবার অনেক বেশি ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। ¯œানযাত্রার পরপরই সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।
তিনি আরোও জানান, এই ¯œানের পরই মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। রথযাত্রার একদিন আগে মন্দিরের দরজা খোলা হবে।
এর আগে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যেদিয়ে শুরু হয় ¯স্নানযাত্রার এই অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, ভাগবত কথা, মহাঅভিষেক, আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ। প্রসঙ্গগত, এবার রথযাত্রা ২৫ জুন রবিবার সিলেট ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হবে।