নিউইয়র্কে বিএনপির হুংকার, ঈদের পর হবে আন্দোলন

দৈনিক সিলেট ডট কম
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে : বিএনপিকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে প্রবাস থেকে ঈদের পর দুর্বার আন্দোলন শুরুর কথা বললেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল।
১১ জুন রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে বাদল বলেন, ‘পঁচাত্তরের বাকশালী স্বৈরশাসনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশের বর্তমান অবস্থা। জনগণের মধ্যে ভীতি ও আতংক ছড়িয়ে চিরদিন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার স্বপ্নে শাসকগোষ্ঠি সারা বাংলাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতনের মহোৎসব শুরু করেছে। এহেন অবস্থা থেকে বাংলার মানুষ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে উদ্ধারের জন্যে বিএনপির আন্দোলনের বিকল্প নেই। ঈদের পর আন্তর্জাতিক মিত্রদের সাথে লবিং জোরদারের পাশাপাশি প্রবাসে সর্বস্তরের জাতীয়তাবাদি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করা হবে।’
বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদকে বাড়ি থেকে উৎখাতের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাদল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী বানিয়ে এহেন অপশাসন আর দু:শাসনের সমূচিত জবাব দেয়া হবে।’
নিউইয়র্কে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বড় ধরনের একটি ইফতার-মাহফিলের প্রস্তুতি উপলক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কাজী মো. আসাদউল্লাহ। তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব জসীমউদ্দিনের পরিচালনায় এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ পাটোয়ারি, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূর কবীর, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হুসেন রাজু এবং সেক্রেটারি মনিরুল ইসলাম, ইফতার-মাহফিলের জন্যে গঠিত সাব-কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম অপু, মহিলা সম্পাদিকা জিনাত রেহানা রিনা, সহ-সভাপতি মজিবর রহমান, খোরশেদ আলম, হুমায়ূন কবীর প্রমুখ।