এম. সি কলেজ ইকোনোমিক্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৭, ১:৫৬ অপরাহ্ণ
ঐতিহ্যবাহী মুরারীচাঁদ কলেজের ইকোনোমিক্স ক্লাবের উদ্যোগে গত শনিবার খাদিমনগরস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে ও মাস্টার্সের শিক্ষার্থী ক্লাবের প্রতিনিধি শামসুদ্দিন শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জিন্নুরাইন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব।
এছাড়াও উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহাব উদ্দীন, প্রভাষক শাহান আলম, সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হোসাইন আহমদ, মাছুম আহমদ মাহি, রাসেল আহমদ, ফৌজি আক্তার, মাহবুব আলম, মারুফ আহমদ, এফজাল আহমদ, শিশির আহমদ।
বিভাগীয় প্রধানের সমাপনী বক্তব্য শেষে দোয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এই আয়োজনের সার্বিক দায়িত্ব ও তত্ত্বাবধানে যারা ছিলেন, মাহবুব আলম, মাছুম আহমদ মাহি, উজ্জল, নাহিদ, পূলক, হাবিব, সায়েম, রাফিউল, বিপ্লব, শিকদার, রায়হান, মুর্শেদ, শামস, লিটন, জাহেদ, সুহেল রানা, মিরাজ, সুমন, তারেক, ফরহাদ, আমিনুল, বিল্লাল, নোমান, ফজল, মুছা, রাফিউল, নিউটন, শাওন, জুনায়েদ, ফয়সল, শফিউল, মুকিত, তারেক, বদরুল, দ্বীন ইসলাম, তপু, নুসরাত, খুর্শেদ, কাওসার, আসাদ, শ্রাবন, নাজমূল, রাসেল, ইমন, শহীদুল, রুজি, ফরিদা প্রমুখ।