কানাইঘাটে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক সিলেট ডট কম
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে লীজ বর্হিভূত এলাকা থেকে কর্ততৃপক্ষের অনুমোদন ব্যতিরেখে বালু উত্তোলনের দায়ে লালন মিয়া নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায় গতকাল সোমবার দুপুর ১ টায় উপজেলার নিজতালবাড়ী এলকার সুরমা নদী থেকে ইজারাদার জাবেরর চৌধুরর লোকজন অবৈধ ভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য থানার এস.আই মোঃ আবুল মনছুর মির্জাসহ একদল পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় আল-হামদুলিল্লাহ, সুমন এন্ড জহিরুল, এম বি মেনজ নামক ড্রেজারের সরঞ্জামাদিসহ এক ব্যক্তিকে আটক করেন। অন্যান্যরা দাওয়া খেয়ে পালিয়ে যায়। রাজাগঞ্জ ইউপির খালপার গ্রামের গোলাম হাদীর পুত্র লালনকে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে মুছলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।