ক্রিয়েটিভ সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৭, ১০:০৮ অপরাহ্ণ
ক্রিয়েটিভ সোসাইটির উদ্যোগে এতিম শিশুদেরকে নিয়ে ইফতার করলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দীয় কার্যহির্বাহী কমিটির সদস্য ও সিলেটের সিটি করর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
সোমবার বাগবাড়িস্থ এতিমখানা স্কুলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্রিয়েটিভ সোসাইটির সভাপতি রাহাত আহমদ রাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট ইমজার সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, রোটারিয়ান তারেকুল ইসলাম মারুফ প্রমুখ।