কানাইঘাট সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৭, ৩:৫৬ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য সিলেট জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় ইউপি চেয়ারম্যান সমিতির সহ সভাপতি ও কানাইঘাট ৪নং সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ তার পুত্র মোনায়েম মুস্তাফিজ পলাশ সহ গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সৌদি আরব গমন করায় সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন উক্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুন নুর। এদিকে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুন নুর সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় পরিষদের সংশ্লিষ্ট সকল ইউপি সদস্য তাকে অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ সময় স্বল্পতার কারনে সবার সাথে দেখা করতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি পবিত্র ওমরাহ হজ পালন শেষে আগামী ২২জুন দেশে ফিরবেন।