এতিম শিশুদের মাঝে “আলোর অন্বেষণ”র ঈদ পোশাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৭, ১০:০৭ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন বলেছেন- আমাদের যুব সমাজ জাতির সম্পদ। তাদেরকে কাজে লাগাতে হবে। আর্ত-মানবতার কল্যানে যুব সমাজের এগিয়ে আসা জাতির জন্য মঙ্গলজনক। আলোর অন্বেষণ এতিম শিশুদের জন্য যে মহৎ উদ্যোগ গ্রহন করেছে তা সমাজের বিত্তবানদের জন্য প্রেরনার উৎস হিসেবে কাজ করবে।
তিনি মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলোর অন্বেষণ” এর উদ্যোগে বাগবাড়ি এতিম স্কুলের ছোটমনি নিবাসের শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আলোর অন্বেষণ এর সভাপতি সাজন আহমদ সাজু’র সার্বিক ব্যবস্থাপনায় এতিমদের মাঝে পোশাক বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু,মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মইন উদ্দিন সোহেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তরুন সমাজ কর্মী আব্দুল্লাহ সাফি আল সাহেদ, ইমাদ উদ্দিন চৌধুরী, আলোর অন্বেষণ-এর নাহিদ আহমদ, এমাদুল হক রাজন, তফজ্জুল হক সুমন, মাহবুবুল আলম সৌরভ ও ওবাদুর চৌধুরী মিশু প্রমুখ।