গোলাম মোস্তফা রফিককের মুক্তি দাবী করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৭, ১০:৩৫ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:হবিগঞ্জের একজন প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধাকে গোলাম মোস্তফা রফিককে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, দৈনিক হবিগঞ্জ সমাচার অন্য একটি অনলাইন পত্রিকার সংবাদ তথ্য সুত্র দিয়ে রিপ্রিন্ট করেছে মাত্র এতে তথ্য প্রযুক্তি আইনের কোন ব্যঘাত ঘটেনি। একজন প্রবীন সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের হয়রানীমুলক মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। তারা গোলাম মোস্তফা রফিকের নি:শর্ত মুক্তি দাবী করেছেন।