এতিম শিশুদের নিয়ে ‘প্রবাসী ও দেশের বন্ধু মহল’র ইফতার
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৭, ৯:৩৯ অপরাহ্ণ
সিলেট শহরতলীর বড়গুল এলাকায় প্রতিবছরের ন্যায় এবারও হযরত শাহ ওলিউল্লাহ রহ. জামেয়া ইসলামিয়া রইসুল উলূম এতিমখানা মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে প্রবাসী ও দেশের বন্ধু মহলের উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নিজাম আল দ্বীন, ইনাম হোসাইন, ফয়জুর রহমান, আবু তারেক, মইনুদ্দিন, ওয়াহিদুর রহমান শাকির, রেজাউল ইসলাম, ইফতি আহমদ, রায়হান আহমদ, তারেকুর রশিদ, সাইফুল ইসলাম, রিপন আহমদ, জাহান জালালাবাদী, ইমরান আহমদ, নাজিম আহমদ, সৈয়দ জুনেদ, আশরাফুল আলম, বাবুল মিয়া, স¤্রাট, ফরহাদ আহমদ, রানা, বাছিত, শিপন প্রমুখ। ইফতার মাহফিলে প্রবাসীদের মধ্যে সহযোগিতা করেন মাহবুব রনি, সাকিব তাফাদার, সবুজ, সৈয়দ তাহের আহমদ, ছফির উদ্দিন, রায়হান চৌধুরী, সৈয়দ সজল, রেদোয়ান আহমদ, রাকিব আহমদ, শাহাব উদ্দিন।