শনিবার সিলেটে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৭, ৯:৪৬ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: তিনদিনের সরকারি সফর শেষে সুইডেন থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ৯টা ২৫ মিনিটের সময় ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলবেন তিনি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, ‘প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে সিলেটে এক ঘন্টা যাত্রাবিরতি করবেন। এখানে সিলেট আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।’