কানাইঘাট থানা পুলিশের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৭, ৯:৫৩ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অত্যন্ত মনোরম ও সুন্দর সু-শৃঙ্খল ভাবে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে দীর্ঘদিন পর কানাইঘাটের রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপজেলা কমিউনিটি পুলিশের সদস্য, ব্যবসায়ীবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও আলেম উলামা সহ সর্বস্তরের নাগরিকবৃন্দের উপস্থিতিতে থানা পুলিশের এ ইফতার মাহফিল মিলনমেলায় পরিনত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট উত্তর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খাঁন। উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট সার্কেলের এএসপি আমিনুল ইসলাম সরকার, উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন, ১৪নং ওয়ার্ড সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, শাবিপ্রবির সহকারী কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান, কানাইঘাট বানীগ্রাম ইউপির চেয়ারম্যান আ’লীগ নেতা মাসুদ আহমদ, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা ফারুক আহমদ চৌধুরী, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, ঝিঙ্গাবাড়ী ইউপির চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার শরিফুল হক, জেলা বিএনপি নেতা নুরুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডাঃ মুফাজ্জিল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, জেলা জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুক আহমদ, বর্তমান আহ্বায়ক এনামুল হক, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, বর্তমান সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আহমদ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নানা শ্রেণি পেশার দায়িত্বশীল নেতৃবৃন্দ ইফতার মাহফিলে শরীক হন। পুরো ইফতার মাহফিলের সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া সহ সকল থানার অফিসারবৃন্দ। ইফতার পূর্ব দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহাদ্দিছ মাওঃ শামসুদ্দিন দুর্লভপুরী।