নেতা কর্মীদের ফুলে সিক্ত ইফতে কামরুল হাসান তায়েফ
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৭, ১১:৫৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম:নব গঠিত সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটি প্রকাশ হওয়া মাত্রই নেতা কর্মীরা আনন্দে আত্মহারা । তাদের প্রাণ প্রিয় নেতা “ জনাব ইফতে কামরুল হাসান তায়েফ” সেই কমিটিতে সহ-সভাপতি মনোনিত হন। তাই সহ¯্রাধিক নেতা কর্মী ও বন্ধু বান্ধব ফুল দিয়ে বরণ করেন তাদের প্রাণপ্রিয় নেতা কে। এর সুবাদে বৃহস্পতিবার রাত ৯.৩০ ঘটিকায় নেতা কর্মীরা এক মটর শুভাযাত্রার আয়োজন করে। উক্ত মটর শুভাযাত্রাটি মিছিল সহকারে নগরীর গুরুত্বপূর্ণ রোড প্রদক্ষিন করে। শেষে জনাব তায়েফ মোটর শুভাযাত্রা ও মিছিল সহকারে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব এড. মিসবাহ উদ্দীন সিরাজ সাহেবের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি ও ৭নং ওয়ার্ডে জননন্দিত কাউন্সিলর জননেতা জনাব আফতাব হোসেন খান, আরও উপস্থিত ছিলেন নবগঠিত পূণাঙ্গ কমিঠির সহ-সভাপতি মুজিবুর রহমান মালদার, সফিকুল ইসলাম সফিক, এম.এ রশিদ, নজরুল ইসলাম রানা শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশিদ সুজন, দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল ও অন্যান্য নের্তীবৃন্দ। জনাব সিরাজ নবগঠিত কমিটির সবাই কে মিষ্ঠি খাওয়ান এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্রীতে দেশ জাতির কল্যাণে কাজ করার পরামর্শ প্রদান করেন। পরে নেতা কর্মীরা তাদের প্রাণপ্রিয় নেতা জনাব তায়েফ কে নিয়ে পুনরায় মোটর শুভাযাত্রার মাধ্যমে নগরীর ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা এলাকায় তারঁ দলীয় কার্যালয়ে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।