জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

দৈনিক সিলেট ডট কম
জগন্নাথপুর সংবাদদাতা:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার জয়দা গ্রামের সোহাগ হত্যা মামলার আসামি আবদুল বাতেনকে (৩২) গ্রেফতার করেছে। সে জয়দা গ্রামের আবদুর রহমান উরফে করম আলীর ছেলে। এছাড়া পুলিশের পৃথক অভিযানে আদালতের ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফুর রহমানকে (৪২) গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামের এরশাদ আলীর ছেলে। #