কোরআনের আলোয় জীবনকে আলোকিত করতে হবে: সাজ্জাদুর রহমান
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৭, ১০:৫৫ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক সাজ্জাদুর রহমান বলেছেন, রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন। কোরআনের শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই আল্লাহর কাছে সম্মানিত। তাই মাহে রামাদ্বানের শিক্ষাকে কাজে লাগিয়ে কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত করতে হবে।
চেতনা যুব পরিষদ-এর উদ্যোগে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার চৌকিদিকিস্থ শাহপরান প্রি ক্যাডেট একাডেমীতে চেতনা যুব পরিষদের সম্মানিত সভাপতি জুলকার নায়েন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গৃহ নির্মান শ্রমিক ইউনিয়ন সভাপতি শেখ তোফায়েল আহমদ শেপুল, শাহপরান প্রি ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল বাবু আশুতোষ দাস, শাহপরান প্রি ক্যাডেট একাডেমীর ভাইস প্রিন্সিপাল শৈল চন্দ্র দাস।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেইনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসিব এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আব্দুল মুহিত দিদার, সহসভাপতি আব্দুস ছোবহান আজাদ, সহ সাধারণ সম্পাদক এইচ. এম. কাওছার, তারেক আহমদ মজুমদার, আমির উদ্দিন পাভেল, আব্দুল ওয়াদুদ, এম নুরুল ইসলাম, এডভোকেট হুমায়ুন কবীর শামীম, মালেক খান শাফী , এম.এ মালেক, মাওলানা শফিউর রহমান, মাওলানা রেজাউল করীম, এডভোকেট মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ আমির উদ্দিন পাভেল, ফারহান আহমেদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক মাওলানা হাফিজ আমিন উদ্দিন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।