কানাইঘাটে পাহাড়ের পাদদেশ থেকে লোকজন সরে যেতে এলাকায় মাইকিং

দৈনিক সিলেট ডট কম
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে দুর্গম পাহাড়ী এলাকার লোকজনকে পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। রবিবার বেলা ১টায় উপজেলার ২নং ইউপির সুনাতনপুঞ্জি এলাকায় এ মাইকিং করা হয়। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি পাহাড় ধসে একের পর এক লোকজন মারা যাওয়ায় মূলত পাহাড়ী জনগোষ্ঠীর মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রসাশকের নির্দেশে কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমন আচার্য ছুটে যান ঐ পাহাড়ী এলাকায়। সেখানে তিনি সোনাতনপুঞ্জি এলাকার পাহাড়ী লোকজনের সাথে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসে অনাকাঙ্খিত ভাবে শত শত মানুষ নিহত হওয়ার ঘটনা তুলে ধরেন এবং পাহাড়ের পাদদেশ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন সার্ভেয়ার রফিকুল ইসলাম ও তহশীলদার আব্দুল ওয়াদুদ।