বড়লেখা ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল সম্পন্ন

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেটে বসবাসরত বড়লেখাবাসীর বৃহৎ সংগঠন বড়লেখা ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার নগরীর এক অভিজাত রেস্তোরায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি সিলেট উইমেন্স মেডিকেল কলেজেন সহকারী অধ্যাপক ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে পরিচালক তোফায়েল সিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সমিতির সভাপতি তৌফিক মজিদ লায়েক।
সংগঠনের সদস্য শরিফ মাহমুদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কায়েছ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কো. লি. এর ডিভিসনাল ইনচার্জ মোস্তাক আহমদ, দৈনিক বিজয়ের কণ্ঠের নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, সংগঠনের অর্থসম্পাদক কাওছার আহমদ, পরিচালক আমিনুল ইসলাম, সুমন আহমদ, আহমদ হোসেন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের অর্থসম্পদক কাওছার আহমদকে বিদেশ গমন উপলক্ষে সংবর্ধনা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।