স্বেচ্ছাসেবকলীগে ত্যাগী ছাত্রনেতাদের মূল্যায়ন করা হয়েছে: সুব্রত পুরকায়স্থ

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ.ফ.ম বাহাউদ্দিন নাসিমের হাতে গড়া সংগঠন স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে একটি মডেল সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আজ সংগঠনটি গৌরবোজ্জল অবস্থানে পৌছেছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শিক বাংলাদেশ ও শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ভ্যানগার্ড সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাওছার এমপি ও সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপির দিকনির্দেশনায় সংগঠনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে শুধু দেশের আনাচে-কানাচে নয়, প্রবাসেও কাজ করে যাচ্ছে।
সোমবার বিকেলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের পুর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরো বলেন, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে দলের ত্যাগী ও সাবেক ছাত্রনেতাদের মূল্যায়ন করা হয়েছে। রাজনৈতিক অঙ্গণের এসব দক্ষ ও ত্যাগী কর্মীরা তৃণমূল পযার্য়ে সংগঠনকে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও সংগঠন বিরোধী কোন কার্যকলাপে জড়ালে কাউকে ছাড় দেয়া হবে না। তাই সুশৃঙ্খলতা ও মানুষের সেবার মনোভাব নিয়ে সংগঠনে কাজ করতে হবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজের নেতৃত্বে নবগঠিত পুর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা সুব্রত পুরকায়স্থকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- সহ সভাপতি- পিযুষ কান্তি দে, দ্বীন মোহাম্মদ ফয়সল, আহবাবুর রহমান শিশু, আলী আশরাফ সুহেল, সুপ্রিয় চৌধুরী রাজ, এডভোকেট মো. আলাউদ্দিন, জলিল আহমদ লিটন, জাহসিন আহমদ রিজু, আজির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী জয়, এমদাদ রহমান, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ ইমরান, দপ্তর সম্পাদক পিংকু ধর, সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজু, অর্থ বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন মনি, সহ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নিজামুল হক হামিদী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্লাত চৌধুরী, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক উজ্জল দে, সহ জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আকবর হোসেন লাভলু, কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির, সহ কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর হক সাজ্জাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক টিপু দত্ত পুরকায়স্থ, সহ নাট্য বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান বাচ্চু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিক্রম কর সম্রাট, সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফ উদ্দিন আহমদ সাবের, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান শাজাহান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরূপম চক্রবর্তী শুভ্র, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অলিউর রহমান অলি, সহ মহিলা বিষয়ক সম্পাদক মনিরা আক্তার চৌধুরী জনি, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক রিপন কান্তি দে, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন হক বাবু, সহ তথ্য ও প্রযুক্তি যোগাযোগ বিষয়ক সম্পাদক বিভাংশু গুণ বিভু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক সুবেলুর রহমান চৌধুরী, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল হক রিংকু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন শাহেদ, কার্যকরী সদস্য- স্বপন দে, মাসুক আহমদ, মজিদুর রহমান, আশরাফুল হাসান কামরান, মস্তফা উল্লাহ, আবু সালেহ মোহাম্মদ, মাহমুদুর রহমান সুজন, খালেদুর রহমান লিটন, এস. জামান জুনেদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি-১৯.৬.১৭