ভাই-বাডিস্’র ঈদবস্ত্রে অসহায়দের মুখে হাসি

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সামাজিক সংগঠন ভাই বাডিস্ সোস্যাল অর্গানাইজেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। ভাই-বাডিস্’র ঈদবস্ত্র পেয়ে হাসি ফুটে অসহায় মানুষের মুখে।
বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াইয়ে দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠক আহবাবুল হক মাহী’র সভাপতিত্বে ও আরেফিন আলভীর পরিচালনায় ঈদবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে হলে বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। অসহায় মানুষের মুখে হাসি ফুটানো গেলে ঈদের আনন্দ পরিপূর্ণতা পায়। ভাই-বাডিস্ সোস্যাল অর্গেনাইজেশন ঈদকে সামনে রেখে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, সমাজসেবী আবদুস সালাম গয়াছ, সমাজসেবী আবু মো. আবদুল হান্নান, তরুণ সমাজসেবী মুক্তাদির হোসেন তাপাদার মুক্তা, সিলেট স্ট্রিট ফাইটারের সভাপতি মো. আবদুল্লাহ আল আমিন শুভ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাহমুদুল হাসান, শাওন মাজিদ, মুরাদ মোস্তাকিম, আফনান খান, নিহাল আলম, রেদোয়ান রিদম, নাজিম খান, নওরোজ তাহা, নাফিজ মাহমুদ, মাহবুব জাবেদ, সাফওয়ান চৌধুরী, সৈয়দ আরিফুল, আহমেদ ফাহিম, রায়হান আহমেদ, রাকিব চৌধুরী প্রমুখ।